প্রিলিমিনারিতে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার প্রস্তুতি নেবেন যেভাবে

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে ১৫ নম্বর করে ৩০ নম্বরের প্রশ্ন থাকে। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় যাঁদের ভালো দখল আছে, তাঁদের জন্য প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া অনেক সহজ।

গাণিতিক যুক্তি

গাণিতিক যুক্তি নিয়ে অনেক চাকরিপ্রার্থীর মধ্যে অহেতুক ভীতি কাজ করে। এই ভয়কে জয় করতে হলে গণিতের মৌলিক ভিত্তিকে শক্তিশালী করতে হবে। আর তাই গণিতের প্রস্তুতি হতে হবে বোর্ড বইভিত্তিক। শুরুতেই পিএসসি গাণিতিক যুক্তির সিলেবাস দেখে নিতে হবে। সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো মাধ্যমিক পর্যায়ের বোর্ড বইগুলো থেকে অনুশীলন করতে হবে। সপ্তম, অষ্টম শ্রেণির গণিত বোর্ড বই এবং নবম-দশম শ্রেণির সাধারণ গণিত ও উচ্চতর গণিত বোর্ড বই থেকে সিলেবাসের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যায়গুলো খুব ভালোভাবে চর্চা করতে হবে। এতে সময় কিছুটা বেশি লাগলেও ফল খুব ভালো পাওয়া যাবে। কারণ, বিসিএস লিখিততেও ৫০ নম্বরের গণিত পরীক্ষা আছে। লিখিতের বেশির ভাগ প্রশ্নই বোর্ড বইভিত্তিক থাকবে। তাই বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পেতে বোর্ড বইগুলো চর্চা করার কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *