শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধি
বড়লেখা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ১৫ আগষ্ট স্বরণকালের শ্রেষ্ঠ বাঙালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
আজ (১৫আগষ্ট) সকাল ১১.০০ ঘটিকায় বড়লেখার হাজীগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার আহবায়ক তোফায়েল আহমদ চৌধূরী এবং সদস্য সচিব, নাট্যব্যক্তিত্ব ও সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ প্রমূখ।