ঢাকার প্রাচীন ‘শিংটোলা সিতারা বেগম জামে মসজিদ’। প্রয়াত স্বামীর স্মরণে মসজিদটি নির্মাণ করিয়েছিলেন সিতারা বেগম। কত কত উত্থান-পতন পালাবদলের আনন্দ-বেদনার স্মৃতির নীরব সাক্ষী হয়ে আছে পুরান ঢাকার শিংটোলার তিন গম্বুজবিশিষ্ট মসজিদটি। গোলাম মোহাম্মদ একসময় ঢাকায় পর্তুগিজ ফ্যাক্টরির এজেন্ট ছিলেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী সিতারা বেগম হিজরি ১২৩১ মোতাবেক ১৮১৯ খ্রিষ্টাব্দে শিংটোলায় তিন গম্বুজবিশিষ্ট মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। শিংটোলার এই মসজিদের বয়স ২০৫ বছর। ছবিগুলো সম্প্রতি তোলা ।