এবারও জমজমাট বৈশাখের ‘পাঁচফোড়ন’

বরাবরের মত এবারও নববর্ষ উপলক্ষে টেলিভিশনের পর্দায় আসছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’।

অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচারিত হবে এ অনুষ্ঠান।

এবারের পাঁচফোড়নে বৈশাখী মেলার পসরা নিয়ে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সারিকা সাবরিন; প্রতিবেশী বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন।

‘ পাঁচফোড়নে’ থাকছে তিনটি গান। একটি গেয়েছেন সংগীতশিল্পী শফি মন্ডল। গানটির কথা লিখেছেন রানা হামিদ, সুর করেছেন শিল্পী নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন মেহেদি।

‘নবীনের ডাক এসো’ শিরোনামে গানটি গেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।

আর সংগীতশিল্পী পান্থ কানাই কণ্ঠ দিয়েছেন ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামে একটি গানে। গানটির কথা লিখেছেন গীতিকবি লিটন অধিকারী রিন্টু। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

বৈশাখী উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক এবং বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য মাটির তৈরি জিনিসপত্র নিয়ে এবারের পাঁচফোড়নে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন।

এ অনুষ্ঠানের আরেকটি নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশীষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, জাহিদ শিকদার, আনোয়ার শাহী, বিনয় ভদ্র, তারিক স্বপন, শাহেদ আলী, সুবর্ণা মজুমদার, নজরুল ইসলাম, আবু হেনা রনি, সাবরিনা নিসা, সুজাত শিমুল, সাদিয়া তানজিনসহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *