শ্রীমঙ্গলে ভেজাল আইসক্রিম জব্দ’ জরিমানা আদায়

স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গলে একটি গোডাউনে অভিযান পরিচালনা করে ভেজাল আইসক্রিম জব্দ ও এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে শহরের বিরাহিমপুর (আউটার সিগনাল) এলাকায় এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

অভিযান পরিচালনাকালে গোডাউন থেকে ৯৫ টি প্যাকেটে ১৯০০ শ’ পিছ ভেজাল আইসক্রিম জব্দ করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল আইসক্রিম বিক্রির দায়ে আইসক্রিম বিক্রেতা মো. আশরাফের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও জব্দকৃত আইসক্রিম প্রকাশ্যে নষ্ট করে ছড়ায় ফেলে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর অমিতাভ শেখর চৌধুরী, শ্রীমঙ্গল থানার এস আই অলক বিহারী সহ পুলিশের একটি টিম।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. লিমন মিয়া সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন আইসক্রিম বিক্রেতা মো আশরাফ- কে সৎভাবে ব্যবসা করার পরামর্শ দেন। সৎ ভাবে ব্যবসা করলে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস প্রদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *