মৌসুমীর বার্ষিক লেনদেন ছাড়িয়ে গেছে ৫০০ কোটি টাকা

প্রথমে গুটি গুটি পায়ে, পরে নতুনত্ব ও উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে ব্যবসায় এনেছেন গতি। পথটা সমস্যাসংকুল ছিল, কিন্তু তাঁর ছিল হার না–মানা সংকল্প। ব্যবসার জন্য অচেনা ও নতুন পথে হেঁটেছেন একেবারে একা। বলছি, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রমিক্সকোর প্রধান মৌসুমী ইসলামের কথা।

পরে ব্যবসাটাকে শুধু স্বাস্থ্য সরঞ্জামের গণ্ডিতে বন্দী না রেখে এনেছেন বৈচিত্র্য। তাই তো জীবন রক্ষাকারী যন্ত্রাংশের পাশাপাশি প্রয়োজনীয় আসবাব, প্লাস্টিক ও প্লাস্টিকসামগ্রী, নির্মাণ ও উৎপাদনমুখী ভারী শিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। গড়ে তুলেছেন পশু হাসপাতাল ও ডে কেয়ার সেন্টার।

মৌসুমী ইসলামের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরায়, সেখানেই স্কুল ও কলেজ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পড়াশোনা শেষ করেন। বাবা ইয়াকুব আলী সরদার ছিলেন ফুটবলার। পরে পাটের ব্যবসায় যুক্ত হন। বাবার সূত্রেই মৌসুমী ইসলাম দেখেছেন আমদানি–রপ্তানি ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *