এক রাতেই ৫ থেকে ১০ টাকা বাড়ল ব্রয়লারের দাম

চট্টগ্রাম নগরে বহদ্দারহাট বাজারে ব্রয়লার মুরগির দরদাম করছিলেন বেসরকারি চাকরিজীবী ইফতেখার হোসেন। তবে দাম শুনে কিছুটা ক্ষোভ ঝাড়লেন তিনি। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম চাওয়া হয়েছে ২৫০ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, এক রাতের ব্যবধানেই ব্রয়লার মুরগির দাম বেড়েছে গড়ে ৫ থেকে ১০ টাকা। আর সপ্তাহ ব্যবধানে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

ইফতেখার হোসেন বলেন, কয়েক দিন ধরেই বাজারে মুরগির দাম বেড়েছে। পবিত্র শবে কদর ও ঈদ ঘিরেই দাম বাড়িয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। গতকাল শনিবার সকালে বাজার ঘুরে ২৩৫ টাকা দেখেছিলেন তিনি। ২৪ ঘণ্টায় ১৫ টাকা বাড়তি দাম চাওয়া হলো।

আজ রোববার নগরের বহদ্দারহাট, চকবাজার ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ ধরে বাজারে ব্রয়লার মুরগির দাম বাড়তি। গত ফেব্রুয়ারি মাসে ২০০ টাকার আশপাশে ছিল ব্রয়লার মুরগির দাম। মার্চে মাসে গড় দাম ছিল ২১০ থেকে ২২০ টাকা। আজ রোববার বাজারে গড় দাম ছিল ২৪৫ থেকে ২৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *