বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫টি ইভেন্টে সেরা পুরস্কার পেলো শ্রীমঙ্গলের অাফরিদা মাহজাবিন মাহা

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে সেরা পুরস্কার অর্জন করেছে শ্রীমঙ্গলের বিটিঅারঅাই উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী অাফরিদা মাহজাবিন মাহা।

শনিবার (২ জুলাই ২০২২) বিকাল সাড়ে ৩টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্তৃক পরিচালিত বইপড়া কর্মসূচির শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্মুখস্থ স্পটে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, লেখক ও গবেষক কমরেড সৈয়দ আমিরুজ্জামানের কাছ থেকে ৫টি ইভেন্টে বিজয়িনী অাফরিদা মাহজাবিন মাহা সেরা পুরস্কারগুলো গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মে: তাজুল ইসলাম।
পুরস্কার গ্রহণের পর অাফরিদা মাহজাবিন মাহা বলেন, “বই পড়ে অামি অানন্দ পাই এবং সমৃদ্ধ হই, অালোকিত হই। পুরস্কার পেয়েতো অানন্দের শেষ নাই। পুরস্কার হিসেবে ‘বই’ পেয়ে অারো ভালো লাগছে। পুরস্কার গ্রহণের উচিলায় একজন গুণী মানুষের সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে ও খুশী, যা ভাষায় প্রকাশ করতে পারছিনা।
যে ৫টি ইভেন্টে অাফরিদা মাহজাবিন মাহা সেরা পুরস্কার পেয়েছে, সেগুলো হচ্ছ: গ্রন্থ অালোচনা, কবিতা অাবৃত্তি, চিত্রাঙ্কন ও ফটোগ্রাফি।
পুরস্কার গ্রহণের পর অাফরিদা মাহজাবিন মাহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, লেখক ও গবেষক কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *