পানিবন্দী মানুষের পাশে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি

স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের উদ্যোগে বন্যা দূর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) মৌলভীবাজার জেলার তিন উপজেলায় কুলাউড়া উপজেলা ৩৫০ প্যাকেট, জুড়ী উপজেলা ২০০ প্যাকেট ও বড়লেখা উপজেলায় ২৫০ প্যাকেট সহ মোট ৮০০ প্যাকেট খাদ্য সামগ্রী বন্যার্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, পিয়াজ, আলু, তেল, লবন, চিড়া।

সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করায় শ্রীমঙ্গল সহ সারাদেশের সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, ব্যাক্তিগত সহ সবাই এক সাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াঁয়, এসময় এই বিপর্জয়ের মুহুর্তে ঠিক একই ভাবে পাশে দাড়াঁয় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ও সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দরা বন্যা দূর্গত এলাকা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা, জুড়ী উপজেলা ও বড়লেখা উপজেলা সহ তিনটি উপজেলায় খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর পক্ষ খাদ্য সামগ্রী গ্রহন করেন সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মেহেদী হাসান, জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনফর আলী, ৩নং বাছিরপুর মেম্বার মোঃ জয়নাল আবেদিন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোদাচ্ছির বিন আলী এর পক্ষ খাদ্য সামগ্রী গ্রহন করেন বড়লেখা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর হোসাইন।

আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তারেক, বড়লেখা থানা ওসি অপারেশন নয়ন কারকুন, লন্ডন প্রবাসী সমাজ সেবক শামিম তরফদার, এসবি নিউজ ৭১ ডটকম সম্পাদক গিয়াস আহমেদ, জুড়ী উপজেলা ছাত্রনেতা সাইদুল ইসলাম প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সহ-সভাপতি শামিম আহমেদ, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মোঃ ফারুক আহমেদ, কার্যকরী সদস্য ও সংবাদকর্মী মোঃ আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *