চট্টগ্রামে ফ্রিল্যান্সারের টাকা মেরে ডিবির ৫ পুলিশ বরখাস্ত, ‘ব্যাখ্যা’য় পার সেই রুহুল আমিন

চট্টগ্রামের এক ফ্রিল্যান্সারের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ছয় গোয়েন্দা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অপর একজনকে তলব করে কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রমাণিক এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়ের স্বাক্ষরে এই আদেশ দেওয়া হয়।

সাময়িক বহিষ্কার পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক মো. আলমগীর হোসেন, মো. বাবুল মিয়া, সহকারী উপপরিদর্শক মো. শাহ পরাণ জান্নাত, মইনুল হোসেন, কনস্টেবল জাহিদুর রহমান ও আব্দুর রহমান। এছাড়া পরিদর্শক রুহুল আমিনের কাছে ওই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রমাণিক জানান, তদন্ত কমিটি প্রতিবেদনের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একজন পরিদর্শকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। বাকি ছয়জনকে সাময়িক বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে বলা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি নগরের অক্সিজেন এলাকার বাসিন্দা ফ্রিল্যান্সার আবু বকর সিদ্দিক ও ফয়জুলকে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় ডিবির দক্ষিণ বিভাগের একটি দল। সেদিন রাতে নগরের মনসুরাবাদে ডিবি হেফাজতে রাখা হয় তাদের।

পরদিন বিকালে অনলাইনে জুয়া খেলার অভিযোগে সিএমপি অধ্যাদেশে একটি নন-এফআইআর মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি। আদালত তাদের জরিমানা করে মুক্তি দেন।

আবু বকর সিদ্দিক অভিযোগ করেন, হেফাজতে থাকাকালে তার মুঠোফোন ব্যবহার করে দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করে ডিবির দলটি। এছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট (ক্রিপ্টোকারেন্সি বিনিময়) থেকে ২ লাখ ৭৭ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা) স্থানান্তর করা হয়েছে।

এছাড়া আবু বকরকে মিথ্যা মামলায় ফাঁসানো ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগে ৫ মার্চ ডিবির পরিদর্শক রুহুল আমিনসহ আট পুলিশ সদস্য ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী হুসনুম লুবাবা। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *