সংসদে চা শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানালেন আব্দুস শহীদ এমপি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

জাতীয় সংসদের চলতি অধিবেশনে মৌলভীবাজার-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস শহীদ এমপি চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি বলেন, ‘চা উৎপাদনের মাধ্যমে আমাদের দেশেই নয় বিশ্ব দরবারেও আমাদের একটি সুমান রয়েছে। আজ ইউক্রেন যুদ্ধসহ বিশ্বে বিভিন্ন কারণে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের চা শ্রমিকরা মজুরি পায় তা দিয়ে তাদের জীবন চলে না।

তাই তাদের মজুরি কমপক্ষে দৈনিক পাঁচশ টাকা করা উচিৎ। এছাড়া তাদের অনান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। ’
বর্তমানে চা শ্রমিকরা প্রতিদিন ১২০ টাকা হারে বেতন পেয়ে থাকেন। যা দিয়ে এই দুর্মূল্যের বাজারে খেয়ে পরে বেঁচে থাকা কষ্টকর, তাই বহুদিন ধরেই চা শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর দাবি করে আসছেন।

তিনি বক্তব্য আরও বলেন, ‘১৯৯৬ সালে কমলগঞ্জে ধলাই নদী প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এখনো শেষ হয়নি। ’ তাই এলাবাসীকে বন্যা থেকে মুক্ত রাখতে দ্রুত সময়ের মধ্য এই প্রকল্পটি এগিয়ে নেয়ার দাবি জানান। এছাড়াও তিনি এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply