শ্রীমঙ্গল শাহ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও কাপড়ের রং মিশানোর অপরাধে ৪০ হাজার জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখাসহ ভেজাল খাদ্য বিক্রি বন্ধে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল।

৬ এপ্রিল/২৩ইং বৃহস্পতিবার অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি এবং জিলাপিতে রং মিশানোর অপরাধে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডস্থ শাহ হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

ভ্রাম্যমাণ আদালত জরিমানার টাকা নগদ আদায়সহ ভেজাল খাদ্য তৈরি, বিক্রির জন্য চুড়ান্ত সর্তক করেন এবং ভবিষ্যতে আরও কঠোর আইনিপদক্ষেপ নেয়া হবে।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের সৌরভ রায়, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply