শ্রীমঙ্গলে বিনামূল্যে চিকিৎসা পেলেন ১২৫ জন হৃদরোগী

স্টাফ রিপোর্টররঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশন এর (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর এফিলিয়েটেড) শুভ উদ্বোধন ও হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার মহসিন অডিটরিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। ক্যাম্প এর ভার্চুয়াল উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। সভায় সভাপতিত্বে ছিলেন শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনেে সহ-সভাপতি সাংবাদিক বকসি ইকবাল।

অনুষ্ঠিত ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, সাংগঠনিক সম্পাদক ডা. দেবব্রত দত্ত হাবুলু, তথ্য ও প্রচার সম্পাদক বিকুল চক্রবর্তী, সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাংবাদিক ইমাম হোসেন সোহেল, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ডা. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্পেসালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ আলী ভূইয়া জয় ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুলতান আহমদ।

শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায় বলেন-ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজকের ক্যাম্পে ১২৫ জন রোগীকে বিনামূল্যে ইসিজিসহ সেবা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *