শ্রীমঙ্গলে নানান আয়োজনে পিঠা উৎসব

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব, উৎসবজুড়ে ছিল প্রাণবন্ত সংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক সংগঠন অধ্যায় এর আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসবে হরেক রকম পিঠাপুলি ও হস্তশিল্প নিয়ে বসেন বিক্রেতারা।
রাত ৮টায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এর আগে সকাল সাড়ে ১০ টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছড়াকার অবিনাশ আচার্য, ইস্পাহানী কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, লেখক ও ছড়াকার সজল দাস, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, আবু ইদ্রিস মো. লেদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আরিফ আলি নাসিম প্রমুখ।
এবারের অধ্যায়ের পিঠা উৎসবটি উৎসর্গ করা হয়েছে  শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আবু সিদ্দিক মুসা, মলয় রায় ভানু, মৌসুমী নাগ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *