মৌলভীবাজার-সিলেট সড়কের পাশে লাশ, শরীরে আঘাতের চিহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে মৌলভীবাজার-সিলেট সড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় মৌলভীবাজার সিলেট সড়কের পাশে লাশটি দেখতে পায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এখনও পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য কদর আলী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।