মৌলভীবাজারে পুলিশের অভিযানে পলাতক দুই আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার মডেল থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক দুই আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাধন সুত্রধর নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। আটক সাধন সূত্রধর এনআই এক্ট আইনের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত সাথে ৪ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রাপ্ত। সাধন সুত্রধর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার হবিগঞ্জ জেলার দীঘর ব্রাহ্মণ গ্রামের মৃত বাজেন্দ্র সূত্রধরের ছেলে। মডেল থানার অন্য এক অভিযানে এএসআই মোশাহিদ কামাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাইফুর রহমান নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সাইফুর ২০১৬ সালের মৌলভীবাজার সদর থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। আসামি সাইফুর মৌলভীবাজার সদরের সাধুহাটি গ্রামের মছদ্দর মিয়ার ছেলে। আটককৃতদের রোববার সকালে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *