বড়লেখায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫ টায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু বিদ্যুৎ কান্ত দাশ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌঃ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনু উপজেলা,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা সরকারী কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম ফরহাদ প্রমূখ।

বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য এবং বঙ্গবন্ধু কন্যা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যই ছিল তাদের মূল লক্ষ্য।

বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

Leave a Reply