শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।
(০৭ অক্টোবর) শুক্রবার মৌলভবাজার জেলার অভিজাত রেস্ট ইন হোটেল এন্ড রেষ্টুরেন্টের হল রুমে এক সম্মেলন অনুষ্ঠান অনুষ্টিত হয়।এ সময় সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট জেলার আহবায়ক কমিটির অনুমোদন করেন।
অনুমোদিত সিলেট জেলার আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক নাঈমুর রহমান নাঈম কে নিযুক্ত করা হয়।কমিটিতে যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,সদস্য সচিব মিনছার আহমদ,সদস্য-অর্থ শেখ সেলিম উদ্দিন আহমদ,সাংগঠনিক সদস্য ফরিদ মিয়া,সদস্য সচিব মিনছার আহমদ,সদস্য জহুরা ইসলাম নাজনিন সহ সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।কমিটি ঘোষনা করার পর বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সিলেট জেলার আহবায়ক কমিটিকে ফুলের মালা পড়িয়ে দিয়ে তাদেরকে অভিনন্দন জানান।
উপস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রুমান আহমদ ও বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাজল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো.কামাল হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক ড.এডভোকেট আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.বদরুল হোসেন ইকবাল,বাংলাদেশ প্রেস ক্লাব এর কেন্দ্রীয় সহ সভাপতি ড.সরওয়ার আহমদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিছুর রহমান প্রমূখ।