বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা

নূর মোহাম্মদ সাগর শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ ১৯৭১ সালের এই দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯:৩০ ঘটিকায় শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্দ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবে সকল সদস্য।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠন, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম উপজেলা আ.লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান, প্রেসক্লাবের সহ সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল,কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির,সহ সম্পাদক ক্রিড়া ও সংস্কৃতি মো.মামুন আহমেদ,সদস্য শাকির আহমেদ,সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর,ঝলক দত্ত ও সংবাদ কর্মী আব্দুর শুক্কুর প্রমুখ।

Leave a Reply