পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা

স্টাফ রিপোর্টার

 

পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ১৫ হাজার টাকা।

রোববার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতা বলে, জেলা প্রশাসক নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম – এর নেতৃত্বে সদর উপজেলার গরুর বাঁধঘাট, আউলিয়াপুর ও মোল্লা স্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রস্তাব করা হচ্ছে ও অবৈধ পণ্য বিক্রির প্রস্তাব করা হচ্ছে বিধায় জরিমানা করা হয়।

এছাড়াও অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

বাজার তদারকিতে সহায়তা করেন এসআই রতনের নেতৃত্বে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি টিম , স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply