কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের শেষ ঠিকানা শ্রীমঙ্গলে

 

ডেস্ক রিপোর্ট
বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান মারা গেছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে সংগীত পরিচালক আরমান খান খবরটি নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আব্বা চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ সেই পোস্টে সময় উল্লেখ করেছেন তিনি।

এদিন (শুক্রবার) বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বেসরকারি চ্যানেল প্রাঙ্গনে আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ের চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হজরত খাজা শাহ মোজাম্মেল হক (রহ.) এর প্রাঙ্গণে নেওয়া হবে তার মরদেহ। সেখানে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আলম খান।

খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন আলম খানের ছেলে আরমান খান। তিনি জানান, ‘মায়ের কবরের পাশেই বাবার দাফন সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, ‘জীবনের গল্প বাকি আছে অল্প’, ‘ওরে নীল দরিয়া’ ও ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলাতে চাই’ এমন অনেক কালজয়ী গানের সুরকার আলম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *