অর্থনীতি নিয়ে অনন্য সমস্যায় চীন

সারা বিশ্বের অর্থনীতি যেদিকে যাচ্ছে, চীনের অর্থনীতি যাচ্ছে ঠিক তার বিপরীতে। সব বড় অর্থনীতিতে মূল্যস্ফীতির হার বাড়তি হলেও চীনে উল্টো মূল্যহ্রাস হচ্ছে। চাহিদা কমে যাচ্ছে দেশটিতে। আবাসন ও ঋণসংকটে সামগ্রিকভাবে জর্জরিত হচ্ছে চীনের অর্থনীতি।

২০২৩ সালজুড়ে চীনে পণ্যমূল্য কমেছে। ধারণা করা হচ্ছিল যে ২০২৪ সালে সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারবে দেশটি। কিন্তু বাস্তবে সেটি ঘটছে না। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসেও দেশটিতে পণ্যমূল্য কমেছে। জানুয়ারি মাসে দেশটিতে মূল্যহ্রাস হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। এ নিয়ে টানা চার মাস দেশটিতে পণ্য ও সেবার মূল্যহ্রাস হয়েছে। সেই সঙ্গে এটি ছিল গত ১৫ মাসের মধ্যে মূল্যহ্রাসের সর্বোচ্চ হার।

Leave a Reply