আশুরার তাৎপর্য বর্ণনায় কারবালার ইতিহাস ঈমানী চেতনাকে জাগ্রত করে
—-হুমায়ূনুর রহমান লেখন
বাংলাদেশ অনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ূনুর রহমান লেখন বলেছেন, পবিত্র মুহাররাম মাস মুসলমানদের ঈমানী চেতনা জাগ্রত করার মাস, আশুরার সকল ঘটনার মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হচ্ছে শুহাদায়ে কারবালা, কারবালার ইতিহাস থেকে আমাদের অন্তরে হযরত হোসাইন (রা.) সহ আহলে বাইতের প্রতি মুহাব্বাত জাগ্রত হয়, কারণ ইসলামের ইতিহাসে এমন হৃদয়বিদারক ঘটনা খুবই কম, যারা আজকে কারবালার ইতিহাসকে বিকৃত করে ইয়াযিদের পক্ষে সাফাই গাচ্ছে তাদের বিরুদ্ধে তালামীযে ইসলামিয়ার কর্মীদের সোচ্চার হয়ে কারবালার সঠিক ইতিহাস সমাজে প্রচার করতে হবে, কেননা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা হুসাইনী মুসলমান, কাজেই আশুরার তাৎপর্য বর্ণনার মাধ্যমে শুহাদায়ে কারবালার ইতিহাস প্রচার করতে হবে, শুহাদায়ে কারবালার ইতিহাস মুমিনদের ঈমানী চেতনাকে জাগ্রত করে।
তিনি ৫ আগস্ট, শুক্রবার, বাদ জুমআ, সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র অফিস সম্পাদক মাও. আতাউর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকের কাউন্সিল মেম্বার মাওলানা রফিক আহমদ, সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আবুল কাসেম ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শাখার সহ-সভাপতি সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেন, প্রচার সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মাহবুব খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক শেখ বিলাল আহমদ, নিজাম উদ্দিন, সেলিম আহমদ, রাহিন আহমদ সালেহ, ওসমানীনগর উপজেলা সভাপতি ফয়সল ইসলাম, সদর (পশ্চিম) উপজেলা সভাপতি রইছ উদ্দিন, বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মারুফ আলম মিজু, মোগলাবাজার থানার সহ-সভাপতি ইমদাদুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রাজন, বিশ্বনাথ (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক আল আমিন সুমন প্রমুখ।