এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার কমেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য জানানো হয়।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকুর) বিল পরিশোধের পর গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুসারে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৯ বিলিয়ন (বিপিএম৬) ডলার বা এক হাজার ৯৯৯ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ডলার।
এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ৯৯৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার (বিপিএম৬)।
সর্বশেষ বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫২৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার। এক সপ্তাহ আগে আকুর বিল পরিশোধের পর মোট রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫২৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার।