নির্বাচনী বন্ড কারা কিনেছে ও কোন রাজনৈতিক দলকে দিয়েছে, সেসব তথ্য কাল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ভারতের নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে ১৫ মার্চের মধ্যে তা তুলবে, যাতে জনগণ সবকিছু জানতে পারে। রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) যাবতীয় আপত্তি নস্যাৎ করে আজ সোমবার সুপ্রিম কোর্ট এই রায় দেন।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি জি বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর সাংবিধানিক বেঞ্চ আজ এ রায় দিয়ে বলেন, নির্দেশ অনুযায়ী কাজ না করার জন্য এসবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা দায়ের করা হয়েছে, তার বিবেচনা সর্বোচ্চ আদালত এখনই করছেন না। এসবিআই রায় অনুযায়ী ব্যবস্থা না নিলে ওই আবেদন বিবেচনা করতে তাঁরা বাধ্য হবেন।