স্টাফ রিপোর্টারঃ
জুড়ীতে ঈদে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ তাহমিদ (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আনোয়ার হক আনু’র ছেলে। তিনি উপজেলার হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রোববার ৯ জুলাই রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম আহমদ তাহমিদ মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন রোববার ২ জুলাই মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ ঘুরতে বের হন ফাহিম।
পাশ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকার জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ফাহিম গুরুতর আহত হন।
আহত অবস্থায় সাংবাদিক হারিস মোহাম্মদ তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করান।
হাসপাতালে আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রোববার রাতে মৃত্যুবরণ করে। ফাহিম ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়।
ফাহিমের বাবা আনোয়ার হক আনু জানান, মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আমার ছেলে নিহত হয়েছে। সংঘর্ষের পর অন্য সাইকেলের চালক তাকে রাস্তায় ফেলে চলে যান।
আহত হওয়ার পর কেউ সহযোগিতায় এগিয়ে না আসায় ঘটনাস্থলেই আমার ছেলে অনেকটাই মৃত্যুর দিকে দাবিত হন।
অবশেষে ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ছেলে ফাহিম মারা গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ফাহিম খুব একটি ছেলে ছিল। সড়ক দুর্ঘটনায় অকালেই এ কলেজ ছাত্রের মৃত্যুতে আমরা শোকাহত।