মাদকের ব্যাপারে কোনো প্রকার প্রশ্রয় দেব না ওসি জাহাঙ্গীর

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর সাথে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ই অক্টোবর) মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় উপজেলার শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজ মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ ও যুগ্ম সম্পাদক মোঃ আখতার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া খান।

অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পর্যটন শহর ও চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপজেলার সমস্যা তুলে ধরে বলেন, শহরের বিভিন্ন পয়েন্টের টমটম, সিএনজি, অটোরিকশা দ্বারা যানজট সৃষ্টি, ফুটপাতে জনগণ চলাচলে বাঁধা সৃস্টি, নতুন বাজার, পুরান বাজার, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোডের যানজট নিরসনে প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্ঠা চালানোর কথা তুলে ধরা হয়।

সমস্যা প্রসঙ্গে ওসি বলেন, আমি এই থানায় এর পূর্বেও দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালে এখানকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের অনেকের সাথে পরিচয় হয়েছিল। তাদের নিয়ে অনেক সমস্যার সমধান করা হয়েছিল। যেকারণে এবার আমি থানার ওসি হয়ে আসায় কাজের দায়িত্ব আরো বেড়ে গেছে। আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে আপনারাও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। আমার উপর আপনাদের যেমন চাওয়া রয়েছে ঠিক তেমনি মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি, হত্যা সন্ত্রাস, বন্ধ করতে আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। আমি মাদকের ব্যাপারে কোনো প্রকার প্রশ্রয় দেবোনা, আর এসব ব্যাপারে কোনো রকমের অনুরোধ করবেন না বলে বিশ্বাস করি।

আপনারা সবার নিরাপত্তা বিধানে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি আপনাদের আশ্বস্ত করছি।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: শামিম আহমেদ, সাধারন সম্পাদক হাজী মো: কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো: আক্তার হোসেন, সাংবাদিক মো: আনিসুল ইসলাম আশরাফী, আব্দুল মজিদ,সাংবাদিক রুপক দত্ত, সার্ক মানবাধিকারের সভাপতি মোঃ ফারুক খান।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান জুয়েল, অর্থ সম্পাদক মোঃ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মোঃ ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য পরিমল পাল, মোঃ আমজাদ হোসেন বাচ্চু, মোঃ জাকির হোসেন, অজয় কুমার দাশ, মোঃ শামসুল ইসলাম শামীম, মোঃ নাজমুল হোসেন, মোঃ আব্দুল মুমিনসহ শ্রীমঙ্গলের বিশিষ্ঠ ব্যবসায়ীরা।

পরে অনুষ্ঠানের সভাপতি ইয়াহিয়া খাঁন অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দ, সদস্য, সাংবাদিকদের ধন্যবাদ জানান। শ্রীমঙ্গলের ব্যবসায়ীদের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চান। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।