১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে ব্লাডম্যান শ্রীমঙ্গল শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহিদদের স্মরণে ব্লাডম্যান শ্রীমঙ্গল রক্তদান কর্মসূচি পালন করে।

সোমবার (১৫ আগষ্ট) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও
ব্লাডম্যান শ্রীমঙ্গলের সার্বিক সহযোগিতায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করে।

জাতীয় শোক দিবসে রক্তদান কর্মসূচির সভাপতিত্ব করেন
ব্লাডম্যান শ্রীমঙ্গল সভাপতি মুহিবুর রহমান জুয়েল সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সোবহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসাল্টেন্ট (শিশু) ডাক্তার সৈয়দা মাকলুকা মোর্শেদ, আবাসিক চিকিৎসক ডাক্তার সাধন কুমার সাহা, মেডিকেল অফিসার ডাক্তার মো. রেদওয়ান আহসানউল্লাহ, ব্লাডম্যান শ্রীমঙ্গল সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন বাচ্চু।

প্রধান অতিথি ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ মাস ১৫ ই আগষ্ট এ মাস পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়ের নিকৃষ্ট ভার বহন করে চলেছে।
এ মাসে জাতি হারিয়েছে পিতা, নির্মম বুলেটে বিদ্ধ হয়েছে মানবতা।
আজকের এই কলঙ্কময় দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরও বলেন থ্যালাসেমিয়া সকল রোগীর জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বেড নির্ধারিত করা থাকবে তাদের জন্য, সব সময় যাতে করে সহজে রক্ত দিতে পারে।
তিনি আরো বলেন সরকারি অনুদান হিসেবে সমাজসেবা অধিদপ্তরে সুপারিশ করে অনুদান দেওয়ার ব্যবস্থা করবেন।

আলোচনা সভা শেষে সাতজন থ্যালাসেমিয়া রোগীর মধ্যে তিনজন থ্যালাসেমিয়া শিশুকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত দেওয়া হয়।
এদের মধ্যে রয়েছে চাম্পারাই চা বাগানে পাঁচ বছরের ছোট শিশু সোনাকশি বুনার্জী যার বয়স পাঁচ বছর, লাখাইছড়া চা বাগানের বিশেষ তাঁতী বয়স ১৪ বছর, আলিশারকুল সোহান মিয়া বসয় সাত বছর এদের সবাই থ্যালাসেমিয়া রোগী প্রতিমাসে ১/২ বার রক্ত দিতে হয়। তাদের শুরু থেকে এখন পর্যন্ত রক্ত৷ দিয়ে আসছে ব্লাডম্যান শ্রীমঙ্গল।

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহিদদের স্মরণে ব্লাডম্যান শ্রীমঙ্গল রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লাডম্যান শ্রীমঙ্গল সভাপতি মুহিবুর রহমান জুয়েল, সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সোবহান, সহ সম্পাদক রুবেল হোসেন, ১ম সাংগঠনিক সম্পাদক মাহফুজ সাদি, ৩য় সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম,
প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির, সহ প্রচার সম্পাদক রবিন আহমেদ, অর্থ সম্পাদক মহসিন আবেদিন মিঠু, ক্যাম্পিং বিষয় সম্পাদক রিপন মৃিদা, সহ ক্যাম্পিং বিষয় সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয় সম্পাদক মাহমুদুল হাসান তন্ময়, পরিবেশ বিষয় সম্পাদক রবিন আহমেদ, মহিলা বিষয় সম্পাদক বিউটি আক্তার, সদস্য মেহজাবিন, মাহদিয়া, স্নিগ্ধা প্রমুখ।