শ্রীমঙ্গলে শ্রীশ্রী নৃসিংহদের আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে অগ্নিহোত্র যজ্ঞ ও বিশ^ শান্তিকল্পে বিশেষ পূর্জাচনাসহ তিন দিন ব্যপী বিভিন্ন অনুষ্ঠান মালার।
১৫ মে রবিবার সকালে শ্রীমঙ্গলের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ^রী কালীবাড়িতে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। তরুণ সনাতনী সংঘ টি এস এস শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বিশ^ শান্তিকল্পে আয়োজিত এ অনুষ্ঠানে অগ্নিহোত্র যজ্ঞ, পূর্জাচনা ছাড়াও আয়োজন করা হয় বিশেষ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠান আয়োজকমন্ডলীর সভাপতি উজ¦ল কুমার দাশ সুমন জানান, শনিবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ অধিবাস এর মধ্যদিয়ে নৃসিংহ অবতারকে আহবান করা হয়। এ সময় আয়োজন করা হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকালে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতী তুলসী মহারানীর আরতি কীর্তন। এর পর সকাল ১০ টা থেকে শুরু হয় মানবকল্যানে অগ্নিহোত্র যজ্ঞ। এ ছাড়াও তারা এই আয়োজনকে সামনে রেখে গীতার শ্লোক প্রতিযোগীতা ও নৃত্য নাট্য শ্রীকৃষ্ণ কথার আয়োজন করেছেন। সোমবার আয়োজন করা হয়েছে পুরস্কার বিতরণ ও অগ্নি হোত্র যজ্ঞের সমাপনি অনুষ্ঠান।