স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ যাবার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৫টি প্যাকেজ নিয়ে এক্সিকিউটিভ হেলথ চেকআপ কর্নার উদ্বোধন করা হয়েছে। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, যেসব রোগীরা স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যান তাদের আর বিদেশ যাবার প্রয়োজন নেই। এক্সিকিউটিভ হেলথ চেকআপের প্যাকেজ নিয়ে সব ধরণের সেবা নিতে পারবেন তারা।

হেলথ চেকআপ কর্ণারে রোগীরা কোন রকম ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সকল ধরণের পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য। ছবি: সংগৃহীত

এ সময় শারফুদ্দিন আহমেদ বলেন, গরীব রোগীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা সেবা আগের মতো অব্যাহত থাকবে। তবে যেসব রোগীরা স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যান তাদের আর বিদেশ যাবার প্রয়োজন নেই। এখানে এসে তারা তাদের প্রয়োজন মতো এক্সিকিউটিভ হেলথ চেক আপের প্যাকেজ নিয়ে সব ধরণের সেবা নিতে পারবেন।
 
এই হেলথ চেকআপ কর্নার চালু হওয়ায় রোগীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ সেবা নিতে পারবেন বলে জানান বিএসএমএমইউ উপাচার্য।
 
 
তিনি আরও বলেন, প্রতি বছর চার বিলিয়ন ডলার চিকিৎসার জন্য বিদেশে ব্যয় হয়। সুপার স্পেশালাইজড হাসপাতাল
পুরোদমে চালু হলে বিদেশে যাবার প্রবণতা যেমন অনেক কমে আসবে, তেমনি বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
 
বিএসএমএমইউ জানায়, ১৫টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন মূল্য ৪ হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১৩ হাজার ৫০০ টাকা। এই ১৫টি প্যাকেজ হলো- সিলভার এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ওয়ান, গোল্ডেন এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ টু, প্লাটিনাম এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ থ্রি, এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ফোর (পুরুষ চল্লিশ ঊর্ধ্ব), এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ফাইফ (মহিলা চল্লিশ ঊর্ধ্ব), কার্ডিওলজি এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ সিক্স, অর্থোপেডিক এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ সেভেন, লিভার এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ এইট, ওমেন ওয়েলনেস এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ নাইন, ব্রেস্ট ক্যান্সার এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ টেন, ডায়াবেটিক স্ক্রিনিং ফিমেল বেসিক প্যাকেজ  ইলিভেন, ডায়াবেটিক স্ক্রিনিং মেল বেসিক প্যাকেজ  টুয়েলভ, স্ক্রিনিং ফর স্মোকার লাং ডিজিস প্যাকেজ থার্টিন, চাইল্ড স্ক্রিনিং প্যাকেজ ফোর্টিন  এবং ডায়েট এন্ড নিউট্রিশন কাউন্সিলিং প্যাকেজ ফিফটিন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা.দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি.জে. ডা. মো. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *