শ্রীমঙ্গল বিষামনি বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়

নূর মোহাম্মদ সাগর শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

সোমবার বিকেলে শ্রীমঙ্গল থানাধীন ৩ নং সদর ইউনিয়নের বিষামনি বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিট পুলিশিং সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। তিনি আরো বলেন বিট পুলিশিং সভায় বিষামনি বাজারে দোকান চুরির ঘটনা বন্ধে স্থানীয় ভাবে পাহারাদার নিয়োগের জন্য পরামর্শ প্রদান করেন ।

যেকোনো অপরাধমূলক কার্যক্রম যে কোন সমস্যা হলে আপনারা সরাসরি আমাকে জানাবেন বা যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। তাছাড়া এলাকায় মাদক, জুয়ার বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করে আসন্ন দূর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

উক্ত বিট পুলিশিং আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়া,বিষামনি বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি, বাজার ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *