শ্রীমঙ্গল ইউএইচসি জিওবি-ইউনিসেফ-ইউএনএফপিএ প্রকল্প পুরস্কারে ভূষিত

সোলেমান আহমেদ মানিক, মৌলভীবাজার-

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (BICC) যৌথ জিওবি-ইউনিসেফ-ইউএনএফপিএ
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকল্পের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার কর্মশালায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা দ্বারা সমর্থিত বাংলাদেশে যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার এবং মাতৃ নবজাতকের স্বাস্থ্যের উন্নতি (IMSRHR&MNH)।

বাংলাদেশের ৫টি এলাকা (পটুয়াখালী, রাঙ্গামাটি, জামালপুর, সিরাজগঞ্জ ও মৌলভীবাজার) মাতৃত্ব, নবজাতক শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। ওই কর্মশালায় গত ৫ বছরের মূল্যায়ন ছিল।

মা, নবজাতক শিশু ও কিশোর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা প্রকল্প সফলভাবে সম্পন্ন করায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী পুরস্কার গ্রহণ করেন।