ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে এসেছি নবাগত ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
শ্রীমঙ্গল থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার এর সাথে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৯টায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির হল রুমে ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ ও সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবীর।
নবাগত ওসি জাহাঙ্গীর হোসেন সরদার তিনি তার বক্তব্যে বলেন, পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। থানায় এসে কেউ যেন হয়রানী না হয় এবং মানুষ যেন সঠিকভাবে আইনী সেবা পায় সে লক্ষে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে কোন অন্যায় ঠাঁই পাবে না। মাদক ব্যবসায়ী, চুর,ডাকাত কঠোর হস্তে দমন করা হবে।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: শামিম আহমেদ, সাধারন সম্পাদক হাজী মো: কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো: আক্তার হোসেন, সাংবাদিক মো: আনিসুল ইসলাম আসরাফী, আব্দুল মজিদ, রুপক দত্ত, সার্ক মানবাধিকারের সভাপতি মোঃ ফারুক খান।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান জুয়েল, অর্থ সম্পাদক মোঃ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মোঃ ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য পরিমল পাল, মোঃ আমজাদ হোসেন বাচ্চু, মোঃ জাকির হোসেন, অজয় কুমার দাশ, মোঃ শামসুল ইসলাম শামীম, মোঃ নাজমুল হোসেন, মোঃ আব্দুল মুমিনসহ শ্রীমঙ্গলের বিশিষ্ঠ ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায়, শ্রীমঙ্গলের যানজট নিরসন, চুরি ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। পরে ওসি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।