শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে একদিনে ২০জন আহত হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার ২৫ জুন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে আহত হয়ে শিশুসহ ২০ জন নারী পুরুষ চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন শ্রীমঙ্গল শহরের মিশন রোডের আনোয়ার মিয়া (১৭), আব্দুৃর রেজা (৫০), আলামিন (৯), শহরতলীর জেটি রোডের পিউ রানী দেবনাথ (২১), মাস্টার পাড়ার অর্পিতা দেব (১৩), অমিত সাহা (৫৫), অঞ্জন দেব (৪৮), আরতী সাহা (৭২), বঙ্গবীর রোডের রাজু দেব পাল (৩৯), শাপলাবাগের আনিক (৯), কালিঘাট রোডের রুমেন আহমদ (৫), আনিক আহমদ (৯), শাহিবাগ আবাসিক এলাকার রিপু আক্তার (৬), শান্তিবাগ আবাসিক এলাকার আব্দুস সালাম (২৭), মীম আক্তার (৪), লালবাগ এলাকার মুজিব মিয়া (৪৫), উত্তর ভাড়াউড়ার অঞ্জন সরকার (৩৫), শাহীবাগ এলাকার হারুনুর রশিদ (৩৭), সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর এলাকার জেহিল (১১)।
চিকিৎসা নেয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়ই হঠাৎ করেই একটি কুকুর মানুষকে কামড় দিচ্ছে। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।
রোববরার রাত সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী বলেন, এ পর্যন্ত কুকুরের কামড়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন কুকুরের কামড়ে একদিনে অনেক রোগী এসেছেন। আমরা আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে টিকা দিয়েছি।