রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দেওয়া ঋণে রাজস্বঝুঁকি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করে, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে ঋণ দেওয়া বাংলাদেশের রাজস্বঝুঁকির অন্যতম কারণ। সংস্থাটি বলেছে, এসব সংস্থাকে দেওয়া অর্থ বেশির ভাগ সময়ই অর্থ ফেরত আসে না। সে জন্য রাজস্ব স্বচ্ছতার স্বার্থে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উচিত হবে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া। সংস্থাগুলোকে কোম্পানি আইনের আওতায় নেওয়া যায় কি না, তা বিবেচনা করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

আইএমএফ যে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তা অনুমোদন করেছে, তা থেকে এখন পর্যন্ত দুই কিস্তিতে অর্থ পেয়েছে বাংলাদেশ। গত ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির অর্থছাড়ের আগে রাজস্বঝুঁকিবিষয়ক একটি প্রতিবেদন দিয়ে গেছে আইএমএফের দল। ওই প্রতিবেদনেই রাজস্বঝুঁকির বিষয় তুলে ধরার পাশাপাশি পরামর্শও দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *