রাজশাহীতে বন্ধ পাটকল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহীতে বন্ধ হওয়া পাটকল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত পাটকলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাটাখালী পৌরসভা বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক শ্রমিকসহ স্থানীয় লোকজন অংশ নেন। মিছিল থেকে শ্রমিকেরা বাংলাদেশ পাটকল করপোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পাটকলের কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ ফরমান আলী প্রমুখ।