যেভাবে ইনস্টাগ্রাম পোস্টের খারাপ কমেন্ট হাইড করবেন

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। এছাড়া নিজের ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত প্ল্যাটফর্মটিতে। অনেক সময় অনেকের খারাপ মন্তব্যের স্বীকার হোন ইনস্টাগ্রামে।

এসব মন্তব্য উপেক্ষা করে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না। সেলিব্রিটিরা তো বটেই সাধারণ মানুষও এমন সব মন্তব্য পান যা তার একেবারেই প্রাপ্য নয়। তবে চাইলে এসব কমেন্ট বা মন্তব্য হাইড করে রাখতে পারেন।

এই হাইড ফিচারের সাহায্য আপনি যে কোনো কমেন্টকে লুকিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার পোস্টে যদি কেউ এমন কমেন্ট করে থাকে, যা আপনার একেবারেই পছন্দ হচ্ছে না। আর আপনি এটাও চাইছেন না, যে সেই কমেন্ট অন্য কেউ পড়ুক। তাহলে আপনি এই ফিচার কাজে লাগাতে পারেন। লুকিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই খারাপ কমেন্ট আর কেউ দেখতে পাবে না।

 

দেখে নিন কাজটি কীভাবে করবেন-

প্রথমত ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইলে যান। এরপর উপরের ডানদিকে কোণায় তিনটি লাইনে ক্লিক করুন। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। তারপর স্ক্রিনের নিচে স্ক্রোল করুন এবং হিডেন ওয়ার্ডস অপশনে ক্লিক করুন।

এবার কন্টিনিউ অপশনে ক্লিক করুন।  এখানে ম্যানেজ কাস্টম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস অপশনটিতে ক্লিক করুন। এখানে সেই সব শব্দ লিখুন, যা আপনার কাছে নেতিবাচক এবং আপত্তিকর বলে মনে হয়। আপনি এগুলোর মধ্যে ইমোজিও রাখতে পারেন।  এরপরে হাইড কমেন্ট টগল বন্ধ করুন। এরপর সব নেতিবাচক এবং আপত্তিকর মন্তব্যগুলো ইনস্টাগ্রামে লুকিয়ে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *