মৌলভীবাজারে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসক ডা. উর্মি বিনতে সালাম এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
“টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” প্রতিপাদ্যে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুস ছালাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমান। এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় জেলার সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, দুগ্ধ খামারি, গাভী পালনকারীরা অংশ নেন। বক্তারা মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলকের প্রতি আহবান জানান। দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা বেশ লাভবান হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *