বন্যা কবলিত দূর্গতদের মাঝে কোরবানীর মাংস বিতরণ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা বন্যা কবলিত ভানবাসি মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করলো হাজী আব্দুর রাজ্জাক ও হাজীয়া হাওয়ারুন নেছা ওয়েলফেয়ার ট্রাস্ট পয়লোয়ান বাড়ি মোহাম্মদনগর।

এ, সময় সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক আবুল কালামের উপস্থিতিতে বন্যা কবলিত দূর্গতদের মাঝে কোরবানীর মাংস গুলো বিলিয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ফাহমিদ হোসেন রাহিম, সদস্য সাদ্দাম হোসাইন, ইমরান আহমেদ রাজু, জুয়েল আহেমদ প্রমুখ।

এসময় উপদেষ্টা আবুল হাসনাত সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, হাজী আব্দুর রাজ্জাক ও হাজীয়া হাওয়ারুন নেছা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন সময় মানবিক কাজ কর্ম করে আসছে, সেই ধারাবাহিকতায় আজকে আমরা কোরবানীর মাংস গুলো বিতরণ করতে সক্ষম হয়েছি, বন্যা কবলিত মানুষের সাথে ঈদের আনন্দ একটু ভাগাবাগি করতেই আমরা এসেছি। মানবতার সেবায় আমাদের এই কার্যক্রমগুলো সব সময় অব্যাহত থাকবে।

উল্লেখ্য বড়লেখা উপজেলার বর্ণি কাজির বন্ধ গ্রামের বন্যা কবলিত দূর্গতদের হাতে হাতে এই কোরবানীর মাংস গুলো পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *