পৌরসভা ৭নং ওয়ার্ডে ডেঙ্গু মশক নিধন স্প্রে করেন কাউন্সিলর মীর এমএ সালাম

শ্রীমঙ্গল প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে আবারও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
করা হয়েছে।

মঙ্গবার (১১ জুলাই) পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় ৭নং ওয়ার্ডের বিভিন্ন অরিগলিতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর নির্দেশে মশক নিধন কার্যক্রমে নেতৃত্বে দেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানের মেয়র (২) মীর এমএ সালাম।

এসময় বিভিন্ন সড়কের পাশে ড্রেনগুলিতে মশা মারার ওষুধ স্প্রে করেন।

কাউন্সিলর মীর এমএ সালাম বলেন এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা জোরালো ভাবে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন মেয়র মহোদয়।

তিনি আরও বলেন ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

এসময় ৭নং ওয়ার্ডে উপস্থিত থেকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করতে দেখা গেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে।