টেকনাফে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক নারী দিবসে নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে একটি র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরীর সভাপতিত্বে তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা এলজিইডি প্রকৌশলী রবিউল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আল শাহরিয়ার, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার নাসীদুল ইসলাম আল ফারুকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী নেত্রী ও জয়িতা পুরস্কার প্রাপ্ত কুলসুমা বেগম, বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদ, ব্র্যাক এইচজিএসপি প্রজেক্ট ম্যানেজার খালেদা আক্তার লাবণী প্রমুখ। এ সময় আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *