গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ভ্রাম্যমাণ আদালত আইনের ব্যবহার বন্ধের দাবি

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শেরপুরের নকলায় একজন সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।

আজ সোমবার পরিষদের সভাপতি মাহ্‌ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে ‘এভাবে অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট ও গণমাধ্যমকর্মীদের ওপর ক্রমবর্ধমান পদক্ষেপে’ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কেনা কম্পিউটার ও ল্যাপটপ-সংক্রান্ত তথ্য চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদন করেন দৈনিক দেশ রূপান্তর-এর নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানা। এরই ধারাবাহিকতায় ৫ মার্চ দুপুরে তথ্য না পাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান। এরপর নথি দিতে দেরি করে তাঁর জামিনের পথ বিলম্বিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজন সাংবাদিককে কারাগারে পাঠানোর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা প্রদর্শনের চিরায়ত আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *