খাল উচ্ছেদ হয় দখলমুক্ত হয় না

রাজধানীর মোহাম্মদপুর বসিলায় ২০২১ সালের শুরুতে লাউতলা খাল উদ্ধার করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। খাল উদ্ধার কার্যক্রম শেষে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, প্রতিটি খালে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করা হবে। সে ঘোষণার পর তিন পেরিয়ে চলছে চার বছর। কিন্তু এখনো সেই খালও অবৈধ দখলমুক্ত করা যায়নি। যদিও গত ২৫ ফেব্রুয়ারি লাউতলা খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। এ অভিযানে ১০ তলা ভবনসহ ছয়টি স্থাপনা গুঁড়িয়ে দেয় সংস্থাটি। একই সঙ্গে পরিষ্কারও করা হয়।

এ ছাড়া রামচন্দ্রপুর খালটি ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি একটি ভাসমান খননযন্ত্র (এক্সকাভেটর) ভাড়া নিয়ে টানা ৪০ দিন খালের খননকাজ করা হয়। সংস্কার শেষে ওই বছরের ৩১ মার্চ খালে নৌকাভ্রমণের আয়োজন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সেদিন তিনি কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু পরিকল্পনা ও প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন হয়নি। শুধু গত বছরের ফেব্রুয়ারি মাসে মেয়র একবার রামচন্দ্রপুর খাল পরিদর্শন করতে গিয়েছিলেন। আবর্জনা ফেলার দায়ে খালপাড়ের একটি গরুর খামারকে সেদিন ৩ লাখ টাকা জরিমানা করতে নির্দেশনা দিয়েছিলেন। এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু পরে আর তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি রামচন্দ্রপুর খালে পরিষ্কার অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযানে খালে অবৈধভাবে গড়ে ওঠা ১০ তলার একটি ভবন নিলামে বিক্রি করে দেওয়া হয়। খালটি পরিষ্কার করা হলেও এখনো পুরোপুরি দখলমুক্ত হয়নি।