কেন বড় সংকটের মুখে মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং

যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি বোয়িংয়ের অবস্থা ভালো যাচ্ছে না। বিশ্বের অন্যতম বড় এই উড়োজাহাজ নির্মাতা কোম্পানির পরিস্থিতি গত কয়েক বছর ধরেই খারাপ, আর সেই ধারাবাহিকতা চলছে ২০২৪ সালের শুরুতেও। একের পর এক ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে কোম্পানিটি।

সর্বশেষ ঘটনা গত সোমবারের। সেদিন বোয়িংয়ের একটি বিমান মাঝ আকাশ থেকে হঠাৎ সাঁই সাঁই করে নিচে নামতে শুরু করে। পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পাইলট নিয়ন্ত্রণ ফিরে পেলেও বেশ কয়েকজন যাত্রী এ ঘটনায় আহত হন।

সিএনএন জানিয়েছে, বিমানের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে পাইলট কিছুক্ষণ পর এটি অবতরণ করাতে সক্ষম হন। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী কারণে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডগামী ৭৮৭ মডেলের এই ড্রিমলাইনারের মাঝ আকাশ থেকে এভাবে পড়ার উপক্রম হলো। বিমানটি ছিল চিলির ল্যাটঅ্যাম এয়ারলাইনসের। তারা বলেছে, বিষয়টি ‘কারিগরি’। বোয়িং বলেছে, তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

কিন্তু তাদের বর্তমান যে বাস্তবতা, সেই পরিপ্রেক্ষিতে এ ধরনের সংবাদ কোম্পানির জন্য অনভিপ্রেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *