সিলেট ও সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির ত্রাণ বিতরণ

বাংলাদেশ প্রতিক্ষণঃ

শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে দেশে আগের সব রেকর্ড ভেঙে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান ২০ জুন ২০২২ খিষ্টাব্দে সোমবার সকাল ১১ ঘটিকার সময় সংগঠন এর কার্যালয় হতে রওনা দিয়ে দিন ব্যাপী বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ শেষ হয় রাত ১২ ঘটিকার সময়।

এসময়ে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল, মহাসচিব মিজানুর রহমান রাসেল, (কোভিড-১৯)দাপন কাপন ও সৎকার জেলা টিম এর টিম লিডার মুহাম্মদ রুহেল খান আশরাফুল, সাংগঠনিক সচিব মোঃ সোহান হোসাইন হেলাল, যুগ্ন সমাজ কল্যান সচিব ফয়েজ আহমদ, নির্বাহী পরিচালক কে এম সাজানুর রহমান, সিরাজুল হাসান, কামরান আহমদ চৌধরী,রেদওয়ান আহমদ,আব্দুল মুক্তাদির সাদি, মুনাঈদ আহমদ মুন্না, আবুল মাসুম রনি, শেখ মোহাম্মদ মারুফ, জামিল আহমদ, মুহাম্মদ ছদরুল আমীন, শেখ খাইরুল আমিন চৌধুরী, জাহেদ আহমদ হাসান,মোহাম্মদ কবির মিয়া প্রমুখ।

মানুষের হাহাকারে ত্রান দিয়ে কোন কুলকিনারা পাওয়া যাচ্ছিল না, গিয়েছি এক গ্রাম থেকে আরেক গ্রামে, হাওরের মাঝে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ, সামান্য ত্রান পেয়ে হয়ত কিছুটা শান্তির নিশ্বাস নিতে পারছে এরা, কিন্তু যাদের কাছে এখনও ত্রান পৌছেনি তাদের অবস্থা খুবই দুর্বিষহ। আর অনেক গ্রামে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি স্থানীয়রা বলেছেন ওইসব গ্রামে যাওয়া সম্ভব হবে না কারণ পানির ঠাই নাই, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি , কত কষ্টে আছে মানষ তা চোখে না দেখলে বোঝা সম্ভব না, আমাদের সেচ্ছাসেবকদের জন্য দোয়া করবেন, যতদিন আমরা সুস্হ আছি চেষ্টা করে যাব যতদূর সম্ভব এখানে থেকে মানুষের পাশে দাড়াতে।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিলেট, সুনামগঞ্জ জেলা,এমনকি আমাদের প্রিয় মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় মানুষ বন্যায় আক্রান্, ওইসব এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে আমরা আবারও উদ্যোগ নিয়েছে ত্রাণ সামগ্রী বিতরণের, এতে সকলের সাধ্য অনুযায়ী সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে আসুন।

Leave a Reply