শ্রীমঙ্গলে প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে জেরিয়াট্রিক পুষ্টির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ই মে) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় পুষ্টি পরিষেবা (NNS) এর উদ্যোগে ও স্বাস্থ্য সেবা অধিদপ্তর (DGHS) বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো সাজ্জাদ হোসেন চৌধুরী। প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় কি ধরনের সেবা দিতে হবে সেসব বিষয়ের ওপর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি সিংহ।

অনুষ্ঠিত কর্মশালায় প্রবীনদের স্বাস্থ্য সেবার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, কৃষি কর্মকর্তা মো. মঈন উদ্দিন, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেন, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল আবাসিক অফিসার ডা. সনি কুমার সাহা সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

Leave a Reply