শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫৫ শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধ:

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার ৫৫ জন ছাত্রীর মধ্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।


এছাড়া শিক্ষাবৃত্তির কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ১০ লক্ষ ৬৮ হাজার টাকা তুলে দেয়া হয় । শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।


একই অনুষ্ঠানে উপজেলার ২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্রাম প্রধানের হাতে ১৭০টি পরিবারের জন্য উপহার খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

উপকারভোগী গ্রামগুলো হলো আলুবাড়ি, হরিণছড়, সাতগাঁও, কালাছড়া, গিলাছড়া, সোনাছড়া, বিলাসছড়া, ফুলছড়া, ডলুছড়া, হারপাছড়া, জাম্বুরাছড়া, ১২নং হোসনাবাদ খাসিয়া পানপুঞ্জি, ৬নং হোসনাবাদ খাসিয়া পুঞ্জি, নাহার ১; ২নং নাহার, জুলেখাপুঞ্জি, লংলিয়া খাসিয়া পুঞ্জি, চলিতাছড়া খাসিয়া পুঞ্জি,নিরালা খাসিয়া পুঞ্জি এবং ধনছড়া পুঞ্জি।

Leave a Reply