শ্রীমঙ্গলে কখন কোথায় লোডশেডিং হবে? বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

মোঃ জবর আলী রানাঃ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কোন এলাকায় লোডশেডিং কখন হবে, তা আগেই জানিয়ে দেওয়া হবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলে কখন কোথায় লোডশেডিং হবে। নির্ধারিত ফিডার অনুযায়ী নির্ধারিত সময়ে লোডশেডিংহবে। ফিডার অনুযায়ী এলাকা জানা যাবে।
দিনের সময়:
ফিডার-১:  নাই
ফিডার-২:  দুপুর ১১-১২টা
ফিডার-৩:  নাই
ফিডার-৪:  দুপুর ১-২টা
ফিডার-৫:  বিকাল ২-৩ টা
ফিডার-৬:  সকাল ১০-১১ টা+ বিকাল ৩-৪ টা
ফিডার-৭:  দুপুর ১২-১ টা
সন্ধ্যায় সময়:
ফিডার-১:  সন্ধ্যা ৬-৭ টা
ফিডার-২:  সন্ধ্যা ৭-৮ টা
ফিডার-৩:  রাত ৮-৯টা
ফিডার-৪:  রাত ৯-১০টা
ফিডার-৫:  রাত ১০-১১ টা
ফিডার-৬:  রাত ১১-১২ টা
ফিডার-৭:   নাই
কার এলাকায় কোন ফিডারে তা ছবি থেকে খুঁজে নিন।

Leave a Reply