শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী এবং গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেলে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে এসআই নাসির উদ্দিন সঙ্গীও ফোর্সদের নিয়ে শহরের আরামবাগ এলাকা থেকে ৯৪টি গাঁজার পুড়িয়াসহ যুবককে আটক করে।
একই দিনে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এর নেতৃত্বে অপর এক অভিযানে শহরের খাসগাঁও এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীকে আটক করেন থানা পুলিশ।
আটকরা হলো উপজেলার খাসগাঁও এলাকার আজিজুর রহমান কামাল এর স্ত্রী জেসমিন আক্তার সুমেরা (৩২) ও সবুজবাগ (সুইনগড়) এলাকার রামধন সরকারের ছেলে সীমান্ত সরকার (২২)।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) থানা পুলিশ সূত্রে জানা গেছে আটক হওয়া দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদকের সাথে কোন প্রকার আপোষ করা হবে না। থানা এলাকা মাদকমুক্ত রাখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ যাদের আটক করেছি, তাদের দুজনেকে আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে। চলমান মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।