যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে হামাস।
মিসরের রাজধানী কায়রোয় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার সংগঠনটির নেতারা এ কথা জানিয়েছেন।
বৈঠকের পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট ইসরাইলি সেনা নিয়োগকারীদের বলেন, আমি মনে করি, হামাসের সঙ্গে চুক্তির জন্য আমরা একটি যথাযথ সময়ে আছি।
ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধের মেয়াদ প্রায় সাত মাস হতে চলল। যুদ্ধ বন্ধ ও চুক্তিতে সম্মত হতে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।
এমনকি ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও চাচ্ছে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোনো অভিযান না চালাক।
যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সম্পর্কিত ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে। প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ৯০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার বিষয় রয়েছে।
এদিকে, আলোচনার মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে।
এরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এ অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং শেষ পর্যন্ত ইসরাইলের নিরাপত্তার ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।